বাড়িবরিশাল বিভাগপটুয়াখালী জেলাবাউফলে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত।

বাউফলে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত।

মোঃ ফোরকান, বাউফল (পটুয়াখালী)

পটুয়াখালীর বাউফলে জামায়াত নেতা মোঃ ইউনুচ বিশ্বাস বরিশাল সড়ক দুর্ঘটনায় নিহত হয়েন।

গতকাল সোমবার (৫ নভেম্বর) সন্ধা সাড়ে ছয় টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা গামী অন্তরা গাড়ীর সাথে মুখোমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোঃ ইউনুচ বিশ্বাস সোমবার সন্ধায় নিজে হোন্ডা যোগে বরিশাল তার কর্মস্থল থেকে বাউফল আসার পথে ঢাকাগামী অন্তরা বাসের সাথে ধাক্কা খেয়ে তিনি গাড়ীসহ ছিটকে পরে যান। পরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বা্ংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

নিহত ইউনুচ বিশ্বাস উপজেলার নওমালা ইউনিয়নের বটকাজল গ্রামের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।

তিনি বরিশালের পলাশপুর আলহাজ্ব দলিল উদ্দিন বালিক মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন এবং বাউফলের নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক ছিলেন।

এছাড়াও তিনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক উপজেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালনসহ জামায়াতে ইসলামীর অনেক গুরুত্বপূর্ন দায়িত্ব ছিলেন।নিহত ইউনুচ বিশ্বাসের মৃত্যুতে শোক প্রকাশ করেন বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান, কেন্দ্রীয় কর্ম-পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদ।

আজ মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে নওমালা মাধ্যমিক বিদ্যালয় মাঠে মহরুমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments