
মো. ফোরকান, বাউফল (পটুয়াখালী)
সামাজিক ও মানবিক সংগঠন স্প্রেইড হিউম্যানিটি’র উদ্যোগে পটুয়াখালীর বাউফলে অসহায় ও দুস্থদের মাঝে ইফতার এবং ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত গুচ্ছ গ্রামসহ বাউফলের বিভিন্ন ইউনিয়নে এ ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৫টি অসহায় ও দুস্থ পরিবার এবং ৫টি গুচ্ছ গ্রামের অসহায় প্রতিবন্ধীদের মাঝে ছোলা বুট, মুড়ি, চিড়া, চিনি, সেমাই ও নুডলস বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, স্প্রেইড হিউম্যানিটি’র প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মাদ রুহুল আমিন, শিক্ষা ও ত্রাণ সহায়তা সম্পাদক মো. রিফাত, চিকিৎসা সহয়তা সম্পাদক তানভীর, সহকারী ত্রাণ সহায়তা সম্পাদক আহমেদ কাওছার, কার্যনির্বাহী সদস্য সুমা ইসলাম নিশি, ফারজানা আক্তার সুমা ও অন্যান্য সাধারণ সদস্য বৃন্দ।