
কচুয়া(বাগেরহাট)নিজস্ব প্রতিনিধি
বাগেরহাট জেলার বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য খান মনিরুল ইসলাম তার নিজ এলাকায় এসএসসি পরীক্ষার্থীদের দেখভাল করার জন্য ভিন্নধর্মী কার্যক্রম শুরু করেছেন।
গত ২৬ মার্চ( বুধবার) সন্ধ্যার পরে অনেকটা গোপনে এসএসসি পরীক্ষার্থীদের বাড়িতে যান এবং তাদের পড়াশোনার খোঁজখবর নেন। তখন তিনি পরীক্ষার্থীদের ও অভিভাবকদের দিকনির্দেশনামূলক বিভিন্ন কথা বলেন। অভিভাবকদের বলেন ছেলে মেয়ের দিকে বিশেষ খেয়াল রাখতে। তিনি অভিভাবকদের আরো বলেন, ” টাকা জমিয়ে সম্পদ নয়, ছেলেমেয়েদের শিক্ষিত করে সম্পদে পরিণত করুন।”তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের মাদক বিষয়ে সচেতন হতে বলেন ও সামনে পরীক্ষার্থীদের যাতে কোন অসুবিধা না হয় সে বিষয়ে বিশেষ নজর দেওয়ার কথা জানান। এ সময় পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে ও উৎসাহিত করতে তিনি উপহারস্বরূপ কলম তুলে দেন তাদের হাতে। এ সময়ে তার সাথে উপস্থিত ছিলেন মনিরুল ইসলাম খানের ম্যানেজার শেখ এনামুল হক মিঠু, ছাত্র নেতা পিয়াল শিকদার এবং শিক্ষক পরিমল বাবু।
শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহী করতে এবং মাদক মুক্ত সমাজ গড়তে এই ভিন্ন ধর্মী আয়োজন। এছাড়া তিনি আরো জানান বাগেরহাট জেলার কচুয়া উপজেলায় সকল এসএসসি পরীক্ষার্থীদের জন্য রয়েছে উপহার।
খান মনিরুল ইসলামের এই ব্যতিক্রমধর্মী উদ্যোগের প্রশংসা করছেন এলাকাবাসী। এলাকাবাসীরা জানায়, ” তিনি ছোটবেলা হতেই এলাকাবাসীর খোঁজখবর রাখেন ও বিপদে ছুটে যান। তার এই সরলতা ও সৌজন্যতায় ছোট-বড় সবাই পছন্দ করেন তাকে।”