
মুরাদনগর(কুমিল্লা)বিশেষ প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে কুমিল্লা জেলার দুই যুবক নিহত ও তিন যুবক আহত হয়েছেন।
সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাতে প্রাইভেটকারটি কুমিল্লা থেকে খুলনার উদ্দেশ্য ছেড়ে আসে। মঙ্গলবার (১২ নভেম্বর) ভোর রাতে জেলার মোল্লাহাট উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের গাওলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার প্রাইভেটকার চালক তারেক হোসেন ও একই এলাকার যাত্রী রিয়াদ হোসেন। গুরুত্বর আহতরা হলেন, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার পৈয়াপাথর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে হাবিবুর রহমান, দাউদকান্দি উপজেলার খোশকান্দি গ্রামের আইয়ুব আলীর ছেলে রাসেল ও তিতাস উপজেলার মানিককান্দি গ্রামের সাইফুল ইসলামের ছেলে সোহরাব হোসেন।
এলাকাবাসী জানায়, গাড়ির বিকট শব্দে ভোর রাতে স্থানীয়দের ঘুম ভেঙে যায়। এ সময় দুর্ঘটনাস্থলে এসে দেখেন একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পাশে পড়ে আছে। আহতরা কান্নাকাটি করছে। এ সময় দ্রুত তাদের উদ্ধার করে মোল্লাহাট উপজেলা হাসপাতালে নিলে দুজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তাদের অবস্থার অবনতি হলে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।