
বাঘাইছড়ি রাঙ্গামাটি,প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে গত ১৭ আগস্ট-২০২৩ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বজনীন পেনশন স্কিম উদ্বোধন করেন।
বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে সর্বজনীন পেনশন স্কিম সফলভাবে বাস্তবায়নের লক্ষে মতবিনিময় সভা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) বাঘাইছড়ি উপজেলা
অডিটোরিয়াম কক্ষে
প্রশাসনের উদ্যোগে
সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে মতবিনিময় সভার
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার।
এসময় উপস্থিত ছিলেন
অফিসার ইনচার্জ ইশতিয়াক আহম্মেদ,কাচালং সরকারি কলেজ অধ্যাপক নজরুল ইসলাম, সমাজ সেবা অফিসার জয়াস চাকমা, উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদিন, উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামান, বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, প্রেসক্লাবের সভাপতি দিলীপ কুমার দাস সহ
চেয়ারম্যান, পৌর কাউন্সিল, মেম্বার, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বর্তমান সরকারের বিভিন্ন গণমুখী কার্যক্রমের মধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আর্থিক সুরক্ষায় সর্বজনীন পেনশন কার্যক্রমটি একটি যুগান্তকারী উদ্যোগ মন্তব্য করে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার, এখন থেকে কোনো মানুষের মনে বৃদ্ধ বয়সে পেনশন না পাওয়ার আক্ষেপ থাকবে না।