বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগবাঘাইছড়ি বটতলী উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ...

বাঘাইছড়ি বটতলী উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

বাঘাইছড়ি রাঙ্গামাটি, সংবাদদাতাঃ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বটতলী উচ্চ বিদ্যালয় ও বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  ২০২৪  সালের  বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল  ১০ ঘটিকায়  বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের বটতলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পপুন্নাহার  এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী কামাল উদ্দিন সদস্য আঞ্চলিক পরিষদ

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন  চাকমা, বিশেষ অতিথিদের মধ্যে, নজরুল ইসলাম অধ্যক্ষ কাচালং সরকারি কলেজ, জমির হোসনে মেয়র বাঘাইছড়ি পৌরসভা, জয়নাল আবেদিন উপজেলা শিক্ষা অফিসার, ইশতিয়াক আহম্মেদ অফিসার ইনচার্জ বাঘাইছড়ি

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সাগরিকা চাকমা, ত্রীদিব দাস প্যানেল মেয়র বাঘাইছড়ি পৌরসভা,  আজিম শাহদাত সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী বাঘাইছড়ি উপজেলা স্থানীয় কাউন্সিলর সহ

অবিভাবকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন বটতলী  উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা শিক্ষার উপর গুরুত্বারোপ করে বলেন পরীক্ষার্থীদের মনোবল শক্ত রেখে ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নেয়ার ব্যপারে পরামর্শ প্রদান করেন। অনেক দূর দুরান্ত থেকে এসে পড়াশোনা করে, ভালো ফলাফলের পাশাপাশি তারা সহ শিক্ষা বিশেষ করে খেলাধুলা, নাচ গান ইত্যাদি বিষয়ে দারুণ পারদর্শী, ভালোভাবে গাইড করতে পারলে তারা ভবিষ্যত দেশ গড়ার কারিগর হিসেবে রুপান্তরিত হবে৷

এছাড়াও অত্র বিদ্যালয়ের সাবেক ছাত্ররা দেশ বিদেশে সুনামের সাথে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছে এবং জনপ্রতিনিধিত্ব করছে সুনামের সাথে।

অত্র বিদ্যালয়ের দাতা সদস্য,ও বাঘাইছড়ি পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর ইউচুপ নবী তার ব্যক্তিগত পক্ষ থেকে দুই স্কুলের শিক্ষার্থীদের  বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায়  ১ম ও ২য় স্হান অধিকারী হওয়ার   নগদ অর্থ প্রদান করেন।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যারা বিজয়ী হয়েছেন তাদের মাঝে পুরস্কার প্রদান ও অতিথিদের মাঝে সম্মাননা সারক প্রদান করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments