প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৮, ২০২৫, ৫:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৫, ২০২৫, ২:৩৬ পি.এম
বাজিতপুরে জলমহাল ইজারদারকে কিডন্যাপিং ও স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

জাহাঙ্গীর আলম, বাজিতপুর (কিশোরগঞ্জ)নিজস্ব প্রতিনিধি:
কিশোরগঞ্জের বাজিতপুরে সংখ্যালঘু পরিবারের সদস্য ও মাইজচর ধোয়ানদী জলমহালের ইজারাদার সুশীল চন্দ্র দাসকে কিডন্যাপিং, মারধর ও স্ট্যাম্পে স্বাক্ষর করানো নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে দুটো পক্ষ।
১৪ এপ্রিল সোমবার দুপুরে পৌরসদরের হরিসভায় সুশীল চন্দ্র দাস একটি সংবাদ সম্মেলন করেন। এতে তিনি অভিযোগ করেন ১৩ এপ্রিল রাতে চায়ের দোকান থেকে তাকে কিডন্যাপ করে দিলালপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বাছির মিয়ার নেতৃত্বে একদল লোক। পরে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে তিনটি স্ট্যাম্পে স্বাক্ষর নেয় তারা। তিনি আরো অভিযোগ করেন তার সাথে থাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকাও নিয়ে যায় তারা। এ নিয়ে তিনি থানায় অভিযোগ করেছেন বলে জানান তিনি।
এদিকে একই দিন রাতে দিলালপুর নদীর ঘাট এলাকায় পাল্টা সংবাদ সম্মেলন করেন অভিযুক্ত ব্যক্তিরা।
যুবদল নেতা বাছির মিয়ার দাবি, সুশীল চন্দ্র দাস তার বাবার খুব ঘনিষ্ট ছিলেন। দশ লক্ষ টাকা পান সুশীলের কাছে। বাবার মৃত্যুর পর টাকা উদ্ধারের চেষ্টায় সুশীলকে জিজ্ঞেস করায় এ অভিযোগ তুলেছেন তিনি। কিডন্যাপিং, মারধর ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার ঘটনা অস্বীকার করেন তিনি। বাছির মিয়ার দাবি, তার বাবা চারমাস আগে মারা গেছেন। বিভিন্ন সময় বিশ্বাস করে তাকে মোট দশ লক্ষ টাকা দেন। তবে লিখিত কোনো প্রমাণ নেই বাছিরের পরিবারের কাছে।
এ নিয়ে বাজিতপুর থানার ওসি মুরাদ হোসেন বলেন, তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত