বাড়িবাংলাদেশেসিলেট বিভাগবাদশাগঞ্জ বাজারে দুর্বৃত্তদের হামলায় এক এসএসসি পরীক্ষার্থী আহত,থানায় লিখিত অভিযোগ

বাদশাগঞ্জ বাজারে দুর্বৃত্তদের হামলায় এক এসএসসি পরীক্ষার্থী আহত,থানায় লিখিত অভিযোগ

রবি মিয়া , ধর্মপাশা(সুনামগঞ্জ)নিজস্ব প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ বাজারে নিজ বাসার ছাদের ওপর দুর্বৃত্তদের অতর্কিত হামলায় আদদান সামি ঠাকুর খান ওরফে প্রত্যয় (১৭)নামের এক এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছে।  রবিবার রাত সাড়ে সাতটার দিকে এই ঘটনা ঘটে । সে  উপজেলার বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।ওই শিক্ষার্থী   বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির ধর্মপাশা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল বশর ঠাকুর খানের ছেলে।

    খায়রুল বশর ঠাকুর খান জানান, তাঁর ছেলে এসএসসি পরীক্ষার্থী আদনান সামি ঠাকুর খান ওরফে প্রত্যয় রবিবার রাত সাড়ে আটটার দিকে তার কক্ষে বসে লেখাপড়া করছিল। এ সময় বাসার ছাদের ওপর শব্দ হয়। প্রত্যয় টর্চ লাইট নিয়ে বাসার ছাদের ওপর কেন শব্দ হলো তা দেখতে যায়। ছাদের গেইট খোলামাত্রই ২৩থেকে ২৫বছর বয়সী দুইজন যুবক তার ওপর ধারালো ছোঁড়া ও রড দিয়ে হামলা চালায়। হামলায় প্রত্যয়ের ডান হাতে থাকা টর্চ লাইটে লেগে যাওয়ায় ডান হাতের তিনটি আঙুলে যৎসামান্য আঁচড় লাগে।  এ ছাড়া রডের আঘাতে তার বাম হাতের কনুইয়ের  ওপরের অংশ ভেঙে গেছে। এ অবস্থায় প্রত্যয় সিঁড়ির নীচে অংশে গড়িয়ে পড়ে। দুর্বৃত্তরা বাসার পাইপ ও গ্রীল বেয়ে নীচে নেমে দৌড়ে পালিয়ে যায়।  আমি ও আমার স্ত্রী এগিয়ে গিয়ে দুইজন দুর্বৃত্তের চেহারা দেখলেও এরা অপরিচিত হওয়ায় তাদেরকে চিনতে পারিনি। হামলাটি পূর্ব পরিকল্পিত বলে মনে হয়েছে।  রাতেই তাকে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আমি মানুষের অধিকার আদায়ে রাজনীতি করি। আমরা  সঙ্গে কারও  শত্রুতা থাকতেই পারে। কিন্তু আমার ছেলের সঙ্গে কীসের শক্রতা। কেন এমন হলো ঘটনাটি আমি বুঝে উঠতে পারছি না। এ নিয়ে সোমবার বিকেলে থানায় লিখিত অভিযোগ করেছি।

         এসএসসি পরীক্ষার্থী আদনান সামি ঠাকুর খান প্রত্যয় বলে, আজ সোমবার সকালে আহত অবস্থাতেই গণিত পরীক্ষা দিয়েছি। পরীক্ষা দিতে গিয়ে কিছুটা সমস্যা হলেও পরীক্ষা ভালো হয়েছে।  আমার মনে হচ্ছে আমাকে নয়,আমার আব্বুকে লক্ষ্য করেই দুর্বৃত্তরা এই হামলা করেছিল। 

           বাদশাগঞ্জ বাজারের ব্যবসায়ী হামিদুল ইসলাম রতন (৫০) বলেন, বাসার ছাদের ওপর উঠে এসএসসি পরীক্ষার্থীর ওপর অতর্কিত হামলার ঘটনাটি খুবই ভীতিকর। এ অবস্থায় বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

          ধর্মপাশা থানার এসআই রফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর আজ সোমবার বেলা একটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments