বাড়িবরিশাল বিভাগবরিশাল জেলাবানারীপাড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার আসামী শোভন মিস্ত্রি গ্রেফতার

বানারীপাড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার আসামী শোভন মিস্ত্রি গ্রেফতার

বরিশাল সদর( বরিশাল) নিজস্ব প্রতিনিধি :
:বরিশালের বানারীপাড়ায় পৌর শহরের দক্ষিণ নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর এক শিক্ষার্থীকে রাস্তা থেকে তুলে নিয়ে প্রায় ২৭ ঘন্টা আটকে রেখে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার পলাতক আসামী শোভন মিস্ত্রিকে (২২) গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত রাত 

তিনটার দিকে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফার নির্দেশনায় উপ-পরিদর্শক মো. মিরাজুর রহমানের নেতৃত্বে পুলিশ ঢাকার দোহার থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। শুক্রবার (২৫ এপ্রিল ) বেলা ১১টার দিকে তাকে বানারীপাড়া থানায় নিয়ে আসা হয়। শনিবার (২৬ এপ্রিল) সকালে তাকে বরিশাল আদালতে পাঠানো হবে বলে থানা সুত্রে জানা গেছে।

এ ব্যাপারে ভিকটিম ওই ছাত্রীর মা বাদী হয়ে ৪ এপ্রিল রাতে বানারীপাড়া থানায় উপজেলার সদর ইউনিয়নের আলতা গ্রামের বাবুল মিস্ত্রির ছেলে শোভন মিস্ত্রিকে (২২) আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আসামী শোভন মিস্ত্রি পলাতক ছিল।
ওই সময় এ ধর্ষণের প্রতিবাদে ধর্ষককে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বানারীপাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে সর্বস্তরের মানুষ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছিল। আলোচিত এ ধর্ষণ ঘটনার প্রায় ২১ দিন পরে অবশেষে আসামী শোভন মিস্ত্রি গ্রেফতার হল।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments