
শাব্বীর আহমদ শিবলী ,বিশেষ সংবাদদাতা হবিগঞ্জ
বানিয়াচংয়ে ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় এড়ালিয়ার মাঠে ফাইনাল খেলায় নওজোয়ান স্পোটিং ক্লাবকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শেখের মহল্লা ডমিনেটরস।
এতে ম্যান অবদ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের জনি।
৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহফুজুর রহমান মামুন এঁর সভাপতিত্বে ও ছাত্রদল যুগ্ম আহবায়ক তুষার হোসেন খান সৈকত, ছাত্রনেতা রিমন মিয়াও নিশাদ সর্দারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে সংসদ সদস্য প্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ বশির আহমদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ওয়ারিশ উদ্দিন খান ও ফরহাদ হোসেন বকুল, সাবেক যুগ্ম আহবায়ক মহিবুর রহমান বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ খালেদ মিয়া, উপজেলা যুবদল আহবায়ক সালাহ উদ্দিন ফারুক ও সদস্য সচিব নাজমুল হোসেন।
সার্বিক দায়িত্বে ছিলেন, জুলাই যোদ্ধা সাদ্দাম হোসেন।
রেফারীর দায়িত্ব পালন করেন আব্দুল মতিন।

