বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগবান্দরবানের রোয়াংছড়িতে দিনব্যাপী অকর্ষণীয় পিঠা মেলা

বান্দরবানের রোয়াংছড়িতে দিনব্যাপী অকর্ষণীয় পিঠা মেলা

ভাজ্যসেন তঞ্চঙ্গ্যা নিজস্ব সংবাদদাতা রোয়াংছড়ি(বান্দরবান):

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই শ্লোগান সামনে রেখে বান্দরবানের রোয়াংছড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব উদ্যাপনের উপলক্ষ্যে ঐতিহ্যবাহিক পিঠা মেলা কচ্ছপতলী বাজার মাঠে অনুষ্ঠিত হয়। মেলায় অংশগ্রহকারীদের কাছে দেখা গেছে, মৌসুম ভিন্ন ভিন্ন ধরনের নামে পিঠা পরিচিত রয়েছে। এগুলো ভাঁপা পিঠা, ঝাল পিঠা, ছাঁচ পিঠা, চিতই পিঠা, দুধ চিতই, চাপড়ি পিঠা, চাঁদ পাকান পিঠা, ছিট পিঠা, সরভাজা, পুলি পিঠা, পাতা পিঠা, পাটিসাপটা, পাকান পিঠা, কলা পিঠা, নারকেল পিঠা, নারকেলের ভাজা পুলি, নারকেলের সেদ্ধ পুলি, তেলের পিঠা, বিবিয়ানা পিঠা, সেমাই পিঠা, সবজি পুলি, সবজি ভাপা, ঝাল কিংবা মাংস পাটিসাপটা প্রভৃতি। ১৫টি স্টল শুক্রবার (১৪ ফেব্রুয়ারী ২৫) আকর্ষণীয় পিঠা মেলা উদ্বোধন শেষে স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থিত ছিলেন রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ, ১নং রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, ২নং তারাছা ইউপি চেয়ারম্যান উনুমং মারমা, ৩নং আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজার মংতো মারমা, ইউপি সচিব উবানু মারমা, খোকন তঞ্চঙ্গ্যা, লিটন পালসহ আরো অনেকে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments