
বিশেষ প্রতিনিধি,লামা,বান্দরবান।
রান্দরবানের লামায় ট্রাক উল্টে মো: জাহাঙ্গীর (২২) নামে এক শ্রমিক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও ৭ জন।
বুধ বার (২২ মে) সকাল আনুমানিক ৭:২০ মিনিটে ফাইতং ইউনিয়নে বদর টিলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেবিষয়টি নিশ্চিত করেছেন ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এস আই) মো: মফিজ উদ্দিন।
তিনি বলেন, শুনামাত্র সঙ্গীয় পুলিশ নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়ে লাশের প্রাথমিক সুরতহাল করি। লাশটি ময়না তদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। গাড়িটি সরিয়ে যোগাযোগ ব্যবস্থা সচল করার চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, সকালে হারবাং এলাকা থেকে গজালিয়া ইউনিয়নের গাইন্দ্যা পাড়া এলাকায় ছাদ ঢালাইয়ের কাজে ১৫-২০ জন শ্রমিক নিয়ে যাচ্ছিল ট্রাকটি। ফাইতং ইউনিয়নের শেষ সীমানা বদরটিলা নামক স্থানে পাহাড়ে উঠতে গিয়ে ট্রাকটি পিছনে এসে উল্টে যায়। এসময় ঘটনা স্থলে মো: জাহাঙ্গীর নামে ১ জন নিহত হয়। এই ঘটনায় আরও ৭ জন আহত হয়েছে। আহতদের চকরিয়া হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
নিহত ও আহত শ্রমিকগন চকরিয়ার হারবাং লালব্রিজ এলাকার বাসিন্দা বলে জানা যায়।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শামীম শেখ জানান, ফাইতং থেকে গজালিয়ায় ট্রাকে করে কাজে যাওয়ার সময় ট্রাক উল্টে এক শ্রমিক নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে অন্যান্য আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।