
আফজাল হোসেন জয়।বিশেষ প্রতিনিধি (বান্দরবান)।
বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়ন এলাকায় ইউবিএম, এসএবি ও বিবিএম নামক অবৈধ ইট ভাটায় অবৈধ ভাবে পাহাড় কাটার দায়ে লামা উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কর্তৃক যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্টে নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন এবং প্রসিকিউশন প্রদান করেন মোহাম্মদ নুর উদ্দিন, পরিদর্শক পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা।
আজ বুধবার (১৯ মার্চ২৫) পরিচালিত উক্ত মোবাইল কোর্টে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা ৬(খ) লংঘনের দায়ে ইউবিএম ব্রিক ফিল্ডকে ১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা, এসএবি ব্রিক ফিল্ডকে ২,০০,০০০/-(দুই লক্ষ) এবং বিবিএম ব্রিক ফিল্ডকে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা করে সর্বমোট ৫,৫০,০০০/- (পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা ধার্যপূূর্বক আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা কালে পানি দিয়ে ইট ভাটা সমূহের চুল্লির আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন লামা বনবিভাগ, লামা থানা পুলিশ ও লামা ফায়ার সার্ভিসের সদস্যগণ।
পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান পরিবেশ অধিদপ্তর বান্দরবান এর এডি রেজাউল করিম।