৩০ মার্চ (শনিবার) সকাল ১১ টায় স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম ও বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিষের মূল্য বৃদ্ধি যাচাই, মেয়াদ উত্তীর্ণ খাদ্য দ্রব্য বিক্রয়, ফরমালিন যুক্ত ভেজাল সামগ্রী বিক্রয়, ইফতার সামগ্রীতে রং মিশানো ইত্যাদি পরিদর্শন করে- লামা উপজেলার বাজার মনিটরিং অফিসার মোহাম্মদ বোরহান উদ্দিন।
এসময় তার সাথে আরও উপস্থিত ছিল- মোঃ শাহজালাল স্যানিটারী ইন্সপেক্টর (দাঃ প্রাঃ)লামা উপজেলা।
সহযোগিতায় ছিল আজিজ নগর ইউনিয়ন পরিষদের চৌকস চৌকিদার টিম।
মনিটরিং করা হয় চাম্বি মফিজ বাজারের বিভিন্ন মুদি দোকানে মূল্য তালিকা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য দ্রব্য,সয়াবিন তৈল, মাংসের দোকানে ওজন যাচাই ও মূল্য, মাছের দোকানে ফরমালিন যুক্ত মাছ বিক্রয় করা হচ্ছে কি না।
বাজার মনিটরিং অফিসার মোহাম্মদ বোরহান উদ্দিন বলে- আমরা বাজার মনিটরিং করে দেখছি ব্যবসায়ীগণ অসাধু উপায়ে কোন জিনিষের মূল্য বাড়িয়ে মূল্য তালিকার চেয়ে বেশি দামে বিক্রয় করছে কি না, ওজনে কম দিচ্ছে কি না, ফরমালিন যুক্ত খাবার বিক্রয় করছে কি না, রং মিশানো ইফতার সামগ্রী বিক্রয় করছে কি না। আমরা প্রাথমিক পরিদর্শনে ব্যবসায়ীদেরকে সর্তক করছি।