বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলাবান্দরবানে কেএনএফের প্রধান সমন্বয়ক চেওসিম বম আটক।

বান্দরবানে কেএনএফের প্রধান সমন্বয়ক চেওসিম বম আটক।

নুরুল কবির,নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম।

বান্দরবানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয় চেওসিম বম (২) কে আটক করেছে র‌্যাব। চেওসিম উপজেলার ৪ নং সুয়ালক ইউপির ৬ নাম্বার ওয়ার্ড শারন পাড়া এলাকার মৃত রোয়াল খুব বমের ছেলে।

আজ রবিবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ৩ টায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত প্রেস কনফারেন্সে এ তথ্য জানান র‍্যাব-১৫ এর লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।।

রোববার (৭ এপ্রিল) বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের শ্যারনপাড়ার বাসা থেকে তাকে আটক করা হয়। সে জুরভারং পাড়া,খামতাং পাড়া,পাইনক্ষিয়াং ও রৌনিন পাড়ায় কেএমএফ এর নেতৃত্ব দেয়। এসময় তার দেয়া তথ্যের ভিত্তিতে ২টি এয়ার গান উদ্ধার করা হয়।

র‌্যাব-১৫ জানায়, কেএনএফের কেন্দ্রীয় কমিটির অন্যতম প্রধান সমন্বয়ক চেওসিম বম তার ঘরের আলমারিতে লুকিয়ে ছিলেন, সেখান থেকে তাকে আটক করে।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments