বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগবান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে ২ কেএনএফ সদস্য নিহত।

বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে ২ কেএনএফ সদস্য নিহত।

লামা(বান্দরবান) বিশেষ প্রতিনিধি

বান্দরবান রুমা উপজেলা ও থানচির  সীমান্তবর্তী এলাকার বাকলাই পাড়ায় সেনাবাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের কেএনএফ ২ সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এসময় আগ্নেয়াস্ত্র সহ বিপুল পরিমাণে গোলাবারুদ, ওয়াকিটকি ও অন্যান্য  সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

আজ রবিবার (২৮ এপ্রিল)  দুপুর ১ টায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর  আইএসপির বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সকালে রেমাক্রি  ইউনিয়নের বাকলাই এলাকায় মরদেহ দুইটি পড়ে আছে বলে জানান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনা স্থলে লাশ উদ্ধারে যায় থানচি থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন জানান,স্থানীয়দের মাধ্যমে দুইটি লাশের খবর পেয়েছি,এখন লাশ উদ্ধারে যাচ্ছি তবে জায়গায়টি দুর্গম হওয়ায় পায়ে হেঁটে যেতে হচ্ছে,  পরে বিস্তারিত জানাতে পারবো। স্থানীয়রা জানান লাশ দুইটির গায়ে কেএনএফ এর পোশাক পরিহিত ছিল।

প্রসঙ্গত সাম্প্রতিক রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনাকে কেন্দ্র করে,অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের নির্মূলে যৌথ অভিযান চলমান। এ পর্যন্ত যৌথ বাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট  কেএনএফ সন্ত্রাসী গোষ্টির  ৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও ২২ এপ্রিল রুমা উপজেলার মুনলাই পাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ-এর সশস্ত্র সদস্য লালরেন রোয়াত বম নিহত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, পুলিশ লাশ উদ্ধারে কাজ করছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments