বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগবান্দরবান রিজিয়নের নবনিযুক্ত রিজিয়ন কমান্ডারের রুমা জোনের বিভিন্ন ক্যাম্প পরিদর্শন।

বান্দরবান রিজিয়নের নবনিযুক্ত রিজিয়ন কমান্ডারের রুমা জোনের বিভিন্ন ক্যাম্প পরিদর্শন।

মোঃ লোকমান হাকিম, রুমা(বান্দরবান) বিশেষ প্রতিনিধি।

অদ্য ২৪ মার্চ ২০২৪ (সোমবার) ৬৯ পদাতিক ব্রিগেড বান্দরবান সেনা রিজিয়নের নবনিযুক্ত রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মেহেদী হাসান, এএফডব্লিউসি, পিএসসি রুমা জোনের আওতাধীন বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করেন।

পরিদর্শন কালে তিনি রুমা উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় নবনিযুক্ত রিজিয়ন কমান্ডার বান্দরবান জেলার রুমা অঞ্চলের শান্তি সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে সকলকে একসাথে কাজ করার বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেন৷

সেই সাথে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে শান্তি সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে সর্বাত্মক সহযোগিতা রাখবে বলে রিজিয়ন কমান্ডার উপস্থিত সকলকে আশ্বাস প্রদান করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments