
মো লোকমান হাকিম রুমা, (বান্দরবান) বিশেষ প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে বান্দরবান সদর ইউনিয়নের কলেজ এলাকায় ১০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (২৬ শে মার্চ ২০২৪) বিকাল ৪ ঘটিকার সময় রুমা সরকারি সাঙ্গু কলেজ মাঠ প্রাঙ্গণে ইফতার সামগ্রী বিতরণ করা হয়
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাটালিয়ান বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুর হক,পিপিএম বিএসসি। ও আরো উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার মেজর ওয়াজেদুর মাহমুদ আসিফ। ও সহকারী পরিচালক কোয়াটার মাস্টার রফিকুল ইসলাম। তারা নিজ হাতে ইফতার সামগ্রী এলাকাবাসীর হাতে তুলে দেন ।
ইফতার বিতরণ শেষে লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক, জানান সদরঘাট কলেজ এলাকায় মোট ১০০ পরিবারের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে ইফতার বিতরণ ২০২৪ সালে এটি প্রথম এবং রোজার সময় আরো অসহায় রোজাদার লোকজনের মধ্যে ইফতার বিতরণ অব্যাহত থাকবে।