বাড়িরাজশাহী বিভাগবগুড়া জেলাবাবা মুক্তিযোদ্ধা আর ছেলে মাদক ব্যবসায়ী

বাবা মুক্তিযোদ্ধা আর ছেলে মাদক ব্যবসায়ী

সাজেদুল ইসলাম রাসেল, নিজস্ব প্রতিনিধি বগুড়া

বাপ মুক্তিযোদ্ধা ছেলে মাদক সম্রাট বাবার কোঠাকে কাজে লাগিয়ে  মাদক ব্যাবসা।

বগুড়া সারিয়াকান্দি উপজেলার ভেলা বাড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক, ও বীর মুক্তিযোদ্ধা,জহুরুল ইসলামের বড়ো ছেলে, মোঃ সজিবুর রহমান সজীব,(৩৯), সে দীর্ঘদিন যাবত তার বাবার কোঠা কে হাতিয়ার হিসাবে ব্যবহার করে ও দলীয় প্রভাব খাটিয়ে তার এলাকায় মাদকের সম্রাট হিসেবে নিজেকে গড়ে তুলেছেন, তার বিরুদ্ধে এলাকার কেউ কিছু বলতে পারে না প্রশাসন একাধিক বার তাকে আটকের চেষ্টা করলে সে বার বার তার বাবাকে মুক্তিযোদ্ধা বলে আর তার বাবাকে সন্মান দিয়ে কথা বলার হুমকি দেয়।যে আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান সবাই বাবার কোঠায় চাকরি করছে, আমি তো বাবার কোঠায় চাকরি নেয়নি সরকারের কাছে থেকে,,

বারবার তাকে মাদক ব্যবসায় কে বন্ধ করার জন্য

নিষেধ করা হলে, সে উল্টে সেই পুলিশকে চাকরি হারানোর ও বদলি করার ভয় প্রদান করে।, এলকাবাসীর দাবি, একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়ে কিভাবে সে দীর্ঘদিন যাবত মহল্লার মধ্যে মাদক ব্যবসায়া করে,যুব সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ শিপন আহম্মেদের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন আমি একাধিক বার প্রশাসনের মাধ্যমে এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে নিয়ে এই মাদক ব্যাবসা বন্ধের চেষ্টা চালিয়েছি ,সে আওয়ামী লীগ দলীয় থেকে আমাকে প্রাণ নাশের হুমকি সহ আমার পরিবারের সদস্যদের প্রতি কু নজর দেয়।সে বলে যতদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকবে, আমি আমার মতো করে ব্যাবসা চালাবো, আমার বাবাও একজন মুক্তিযোদ্ধা,এলকাবাসীর দাবি অচিরেই যেনো, তার এই মাদক ব্যাবসা বন্ধ করার জোর দাবি জানান।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments