প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ১:০০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৫, ২০২৫, ৮:১৯ পি.এম
বামনায় স্থানীয় সরকার দিবস ২০২৫ পালিত:

মোঃ নিজাম উদ্দিন , বামনা(বরগুনা)নিজস্ব প্রতিনিধি
বরগুনা বামনায় স্থানীয় সরকার দিবস ২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ চত্ত্বরে থেকে এক বর্নাঢ্য রেলি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বামনা উপজেলা নির্বাহী অফিসার মোসা: নিকহাত আরার সভাপতিত্বে এ আলোচনা সভায় বক্তব্য রাখেন, বামনা উপজেলা সহকারী কমিশন ভূমি মো: মাঈনুল ইসলাম, অফিসার ইনচার্জ মো: হারুন অর রশীদ হাওলাদার, উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসমিন্উ
পজেলা সমাজসেবা অফিসার মো: মাহমুল হাসিব, বামনা প্রেসক্লাব সভাপতি আবু নাসের সিদ্দিক গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মোল্লা, বামনা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: আবদুল জলিল।
ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু সালেহ হাওলাদার, রামনা ইউনিয়ন পরিষদের বাকি বিল্লাহ ফরাজি প্রমুখ। এছাড়াও এ দিবসের বামনা উপজেলার সকল ইউপি সদস্য ও প্রশাসনিক কর্মকর্তারা অংশ গ্রহন করেছেন।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত