বাড়িবাংলাদেশেসিলেট বিভাগবাহুবলে জাতীয় যুব দিবস ২০২৪ উদযাপন।

বাহুবলে জাতীয় যুব দিবস ২০২৪ উদযাপন।

সাজন দেব বর্মা : নিজস্ব প্রতিনিধি বাহুবল, হবিগঞ্জ। 

”দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ ” এই শ্লোগানকে সামনে রেখে ১ নভেম্বর রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় হবিগঞ্জের বাহুবলে র‍্যালির মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা, যুব চেক, প্রশিক্ষণার্থীদের যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সঞ্চালনার ভূমিকায় দায়িত্ব পালন করেন মো: সাদিকুর রহমান সহ: যুব উন্নয়ন কর্মকর্তা। সভায় চমৎকার কুরআন তেলওয়াত করেন সাংবাদিক হাবিবুর রহমান।

কুরআন তেলওয়াত এর পরেই মূল আলোচনা শুরু হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি জনাব, মানজারুল হক বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা, সভায় সভাপতির আসনে উপবিষ্ট ছিলেন মোহাম্মদ শাহজাহান যুব উন্নয়ন কর্মকর্তা বাহুবল উপজেলা , উপস্থিত ছিলেন, মো: আব্দুল মালিক সমবায় কর্মকর্তা , উপস্থিত ছিলেন, মো: সালেহ আহেমদ সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রেস ক্লাব, বাহুবল উপজেলা,সাংবাদিক তাইনুস ভাই সহ , যুব অফিস ক্যাশিয়ার বাবলু রায়,

সাংবাদিক সাজন দেব বর্মা। সভাকে সুন্দর ও চমৎকার করে তুলেন যুব ফোরাম বাহুবল উপজেলা শাখার নেতৃবৃন্দ প্রমুখ। যুবরাই হল দেশের মূল চালিকা শক্তি। এই দেশকে এগিয়ে নিতে হলে যুবদের দরকার।

আলোচনা শেষে ১৩ টি যুব ঋণের চেকের মাধ্যমে ৬ লক্ষ ৭০ হাজার টাকার চেক প্রদান করেন। টেকাব প্রকল্পের আয়োজনে ৪০ জন প্রশিক্ষণার্থীদের সনদপত্র ও নগদ অর্থ ৮৮০০ টাকা বিতরণ করেন ও শপথ বাক্য পাঠের মধ্যে দিয়ে সভার সমাপ্তি হয়।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments