বাড়িবাংলাদেশেবাহুবলে স্মার্ট কার্ড বিতরণের শুভ উদ্বোধন

বাহুবলে স্মার্ট কার্ড বিতরণের শুভ উদ্বোধন

সাজন দেব বর্মা , নিজস্ব প্রতিনিধি বাহুবল উপজেলা :

হবিগঞ্জের বাহুবল উপজেলায় নাগরিকদের মধ্যে উন্নত মানের জাতীয় পরিচয় পত্র (স্মার্ট কার্ড) বিতরণের শুভ উদ্বোধন আজ হয়েছে। উপজেলায় ১লক্ষ ১৪ হাজার ২শত ২জন ভোটারদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।

আজ রোজ বুধবার সকাল ১১ ঘটিকায়  উপজেলার সদর ইউনিয়ন পরিষদে স্মার্ট কার্ড বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  মনজুর আহসান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুর রহমান, বাংলাদেশ প্রেসক্লাব বাহুবল উপজেলা শাখার সভাপতি আব্দুর রকিব, সাধারণ সম্পাদক সালেহ আহমেদ আবিদ, সাংবাদিক ফয়ছল চৌধুরী তাইনুছ, মিয়া মোঃ সিজিল ও হাবিবুর রহমান নোমানসহ সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুর রহমান জানান- ২০০৮ সাল হইতে ২০১৬ সাল পর্যন্ত যারা ভোটার হয়েছেন। তাদের মধ্যে আজকের দিন থেকে পর্যায়ক্রমে  প্রতিটি ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ করা হবে বলে জানান। এ ছাড়া ও যারা প্রবাসে বসবাসরত আছেন তাদের জন্য স্মার্ট কার্ড উপজেলা নির্বাচন অফিসে সংরক্ষণ করা থাকবে, পরবর্তীতে সেখান  থেকে নিতে পারবেন বলে জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments