সাজন দেব বর্মা : বাহুবল(বাগেরহাট) প্রতিনিধি
হবিগঞ্জের বাহুবল উপজেলা সভাকক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ আনসার, ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট রেঞ্জের আওতায় সনাতন ধর্ম অনুসারীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা (২০২৪) উপলক্ষে পূজা মন্ডবে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার্থে আনসার ভিডিপি সদস্য মোতায়েনের বাছাই শুরু হয়েছে। আজ রোজ রবিবার সকাল ১১: ০০ টা ঘটিকা থেকে বাছাইয়ের কার্যক্রম শুরু হয়ে এবং বিকেল ৪: টা পর্যন্ত ছিল। জানা গেছে বাছাইয়ের কার্যক্রম নিরপেক্ষ ও সুন্দর ভাবে হয়েছে বলে। এইবারের দুর্গাপূজায় আনসার ও ভিডিপি সদস্যদের কর্তব্য পালন করতে হলে অরজিনাল সার্টিফিকেট উপজেলা আনসার কর্মকর্তাদের কাছে জমা প্রদান করতে হবে বলে আমাদেরকে জানিয়েছেন, আরো জানিয়েছেন, ডুপ্লিকেট সার্টিফিকেট জমা দিলে কিছুতেই গ্রহণ হবে না বলে।
আজকের আনসার বাছাইয়ের সভায় উপস্থিত ছিলেন, জেলা কনান্ডেন্ট প্রতিনিধি সঞ্জিদ দাস ও সভাপতি করেন উপজেলা আনসার চৌকুস কর্মকর্তা মোছান্মদ মোর্শিদা আক্তার। এতে উপস্থিত ছিলেন সাংবাদিক ভাই বোন ও ছাত্র সমন্বয়ক বৃন্দ। উপস্থিত ছিলেন ইউনিয়ন আনসার দলনেতা ও দল নেত্রী সহ সকল ভাতাভুক্ত আনসার ও ভাতাভুক্ত ছাড়া আনসার। নিরাপত্তা ও আইন শৃঙ্খলা ও আনুসাঙিক বিষয়ে এতে বক্তব্য পেশ করেন, উপজেলা আনসার ভিডিপি উক্ত বাছাই কমিটির কর্মকর্তা মোছান্মদ মোর্শিদা আক্তার, আরও বক্তব্য পেশ করেন, উপজেলা প্রশিক্ষক আব্দুল মোক্তাদির। আরও অনেকে বক্তব্য পেশ করেন, উনাদের বক্তব্য গুলোতে ফুটে এসেছে আসন্ন শারদীয় দুর্গাপূজায় যাদেরকে যেখানে বাছাই করে কর্তব্য পালনে দেয়া হবে কোন ধরনের অপৃতিকর ঘটনা যেন না ঘটে খেয়াল রাখতে হবে সর্বোচ্চ প্রচেষ্টা করে হলেও। নিজেদের কর্তব্য পালনে যেন এক বিন্দু অবহেলা না হয়। এই বারের দুর্গাপূজায় বর্তমান অন্তর বর্তিকালীন সরকার আগের চেয়ে নিরাপত্তা দিবে বলে জানিয়েছেন।