বাড়িরংপুর বিভাগদিনাজপুর জেলাবাড়ীঘর ভাংচুর, অগ্নিসংযোগ সন্ত্রাসী হামলা সাংবাদিক ও তার মা আহত, ২৫ জনের...

বাড়ীঘর ভাংচুর, অগ্নিসংযোগ সন্ত্রাসী হামলা সাংবাদিক ও তার মা আহত, ২৫ জনের বিরুদ্ধে থানায় মামলা।

মো:ফেরদৌস ওয়াহিদ সবুজ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ পৌর সদর, থানা ক্যাম্পাস এবং উপজেলা কার্যালয়ের অনতি দূরে পূর্বদিকে ৬ নম্বর ওয়ার্ড মাকড়াই এলাকায় ১১ মার্চ’২৫ দুপুর সাড়ে ১২ টায় ২৫/৩০ জনের ভাড়াটে সংঘবদ্ধ বেআইনি জনতার একটি দল প্রতিবেশী ইসমাইলের পুত্র সিরাজের নেতৃত্বে শমসের আলীর বসত বাড়িতে আক্রমন ও হামলা চালিয়ে ব্যপক ভাংচুর, অগ্নিসংযোগ শমসের আলীর স্ত্রী জয়গুন (৫৫) বেগম ও পুত্র সাংবাদিক নাজমুল ইসলাম (২৫) কে হত্যার উদ্দেশ্যে বেদম মারপিট, মারাত্মক রক্তাক্ত জখম, আহত করে।
আরজির বর্ননা ও শমসের পুত্র বাদি নাসিরের অভিযোগে জানা যায় চাঁদাবাজদের দাবীকৃত ৫ লাখ টাকা না দেয়ায় সিরাজের নেতৃত্বে সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে তান্ডব চালিয়ে ভাংচুর করায় ক্ষতি ৮০ হাজার, গরু বিক্রির নগদ টাকা চুরি সাড়ে ৩ লাখ, ৫০ হাজার টাকার খড় পুড়ে ভস্মিভুত করায় ব্যপক ক্ষতি হয়েছে।
অস্ত্রের আঘাতে মারাত্মক জখমি সাংবাদিক ও তার বৃদ্ধা মা হাসপাতালে চিকিৎসাধীন জানতে পেরে বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর তাৎক্ষণিক হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ খবর নেন এবং বাদীর আবেদনের প্রেক্ষিতে ২৫ জন সন্ত্রাসীর বিরুদ্ধে থানায় ১৪(৩)২০২৫ নম্বর মামলা রেকর্ড করেন। 
এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার তদন্তকারী কর্মকর্তা সুমন দেবনাথ কোন আসামি গ্রেফতার বা লুণ্ঠিত মালামাল উদ্ধার করতে সক্ষম হয়নি।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments