
খান জিল্লুর রহমান,রামপাল (বাগেরহাট)নিজস্ব প্রতিনিধি:
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে গণতন্ত্রীক বাংলাদেশ গড়তে, খুলনা বিভাগীয় সমাবেশ করে বিএনপি।সমাবেশে সভাপতিত্ব করেন এডভোকেট এস এম শফিকুল আলম মনা খুলনা মহানগর বিএনপির আহবায়ক। প্রধান অতিথির বক্তব্য দেন- বাবু গয়েশ্বর চন্দ্র রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য। এছাড়া আর বক্তব্য দিন খুলনা মহানগরের বিভিন্ন নেতৃবৃন্দ।
খুলনা শিববাড়ির মোড় বিএনপির নেতাকর্মী সমাবেশে সফল করার লক্ষ্যে সকাল ১০ টা থেকে আসতে শুরু করে, বিভিন্ন জেলা উপজেলা থেকে নেতা কর্মী। বাগেরহাটের রামপাল থেকে যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া ও বিএনপি’র সদস্য সচিব কাজী জাহিদুল ইসলামের নেতৃত্বে রামপালের বিভিন্ন ইউনিটের যুবদলের নেতাকর্মী ও বিএনপি নেতাকর্মীসহ অঙ্গসংগঠনের নেত্রবৃন্দ উপস্থিত ছিলেন চোখে পড়ার মতন।
খুলনা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে বিভিন্ন স্লোগানে স্লোগানে রেলি ও শোভাযাত্রা শুরু করে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে শিববাড়ির মোড় হয়ে নিউমার্কেটের মোড় ঘুরে শিব বাড়ির মোড় এসে উপস্থিত হন।