বাড়িবরিশাল বিভাগপিরোজপুর জেলা।বিএনপির দুর্দিনে যারা দলের পাশে ছিলেন তারাই আসল নেতা কর্মী, আমরা তাদেরকে...

বিএনপির দুর্দিনে যারা দলের পাশে ছিলেন তারাই আসল নেতা কর্মী, আমরা তাদেরকে মূল্যায়ন করতে চাই –কেন্দ্রীয় নেতা কাজী রওনাকুল ইসলাম টিপু

মো:নাজমুল হোসেন ,জিয়ানগর (পিরোজপুর) নিজস্ব প্রতিনিধি :
পিরোজপুরের জিয়ানগর উপজেলা বিএনপির আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার (৬ মার্চ) উপজেলা অডিটোরিয়ামে সকাল ১০ টা থেকে দুপুর ০১টা পর্যন্ত এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। 
জিয়ানগর উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ আহমেদের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও পিরোজপুর জেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু। 
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপিকে যে স্বপ্ন বুকে ধারণ করে তিনি প্রতিষ্ঠা করেছিলেন, গণতন্ত্র পুনর্জীবিত করার জন্য অনেক ত্যাগ তীতিক্ষার  বিনিময়ে আজকের এই জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেছিলেন,সেই  স্বপ্নকে আমাদের পুনরুজ্জীবিত করতে হবে।
 আমরা যারা এই সংগঠনের সাথে জড়িত আছি, তাদের কে মনে রাখতে হবে কোন অবস্থাতেই যেন দলের স্বার্থ পরিপন্থী কাজের সাথে কোন নেতা বা কর্মী জড়িত না থাকে সে বিষয়ে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। দলের মধ্যে অনুপ্রবেশ কারীরা ঢুকে,দলের নাম ভাঙ্গিয়ে দলের কোন ক্ষতি করতে না পারে, কেউ কোন অন্যায় কাজের সাথে জড়িত হতে না পারে, সে ব্যাপারে দলের প্রত্যেকটি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখতে হবে। 
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে  দীর্ঘ ১৭টি বছর অনেক আন্দোলন, ত্যাগ, সংগ্রামের বিনিময়ে আওয়ামী ফ্যাসিবাদী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে গণতন্ত্রের আলো পুনরুজ্জীবিত করেছিলেন,  যতদিনে নির্বাচন না হয়, আমরা ক্ষমতায় যেতে না পারি ততদিন আমাদের রাজপথে থাকতে হবে, তারেক রহমানের নির্দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন বাজি রাখতে হবে, এ ব্যাপারে প্রত্যেকটি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। দলের কোন নেতাকর্মী যেন কোন অন্যায় কাজের সাথে জড়িত হতে না পারে সে ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 
আমাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে গুরু দায়িত্ব  দিয়েছেন আমি সঠিকভাবে তা পালন করতে চাই, দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে চাই, বিগত দিনে যারা রাজপথে ছিলেন, দারা দলের পিছনে অনেক শ্রম, ত্যাগ স্বীকার করেছেন, মামলা হামলায় জড়িত হয়ে সর্বস্বান্ত  হয়েছেন তাদেরকে আমরা মূল্যায়ন করতে চাই।
  তিনি বলেন, “বিএনপির দুর্দিনে যারা দলের জন্য কাজ করেছেন, যারা প্রতিটি আন্দোলনে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন তারাই দলের আসল নেতাকর্মী”। তারাই  অগ্রাধিকার ভিত্তিতে দলের পদ পদবি পাওয়ার যোগ্যতা রাখে,তাদেরকে নিয়ে আমরা দল পুনর্গঠন করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চাই, দলকে শক্তিশালী করতে চাই। এ ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে, যাতে অন্য দলের লোক আমাদের দলে ঢুকে নিজেদেরকে দলের নেতা বা কর্মী পরিচয় দিয়ে দলের ক্ষতি করতে না পারে। এ ব্যাপারে আপনাদেরকে কঠোর হতে হবে, ধৈর্য ধরে সকল বাধা মোকাবেলা করতে হবে। 
উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর কবির মান্নুর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেত্রী বেগম এলিজা জামান,  জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজউদ্দিন রানা,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও নাজিরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম খান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাইদুল ইসলাম কিসমত সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীবৃন্দ।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments