
মোঃ আবু ইউসুফ, স্টাফ রিপোর্টার
ঢাকা মহানগর উত্তর বিএনপির সাত নেতাকে বহিষ্কার করেন দলীয় নীতি ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এর ভিত্তিতে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম এ রাজ্জাক এর স্বাক্ষরিত বিবৃতি এ তথ্য জানান।
ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান এই সিদ্ধান্তের অনুমোদন করেন।
১৬ তারিখ রবিবার রাতে এই বিবৃতিতে বলা হয়, বহিষ্কৃত সাত নেতা হলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য আহসান উল্লাহ চৌধুরী হাসান, ঢাকা মহানগর উত্তরের আওয়াতাধীন ৯৪ নম্বর ওয়ার্ড বিএনপির (কাফরুল থানা) সভাপতি কবির হোসেন মিল্টন, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু হানিফ ও সিনিয়র সহ সভাপতি আরিফ মৃধা , ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি সাইফুল ইসলাম ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির নিখিল এবং ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আলম ভূঁইয়া।