বাড়িঅন্যান্যবিএনপি ও সহযোগী সংগঠনের ৬৮ নেতাকর্মীর আগাম জামিন

বিএনপি ও সহযোগী সংগঠনের ৬৮ নেতাকর্মীর আগাম জামিন

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে এবং জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ কর্মসূচিতে সংঘর্ষের ঘটনায় করা পৃথক মামলায় ঠাকুরগাঁও, ফরিদপুর, সাতক্ষীরা ও ঝিনাইদহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৬৮ জন নেতাকর্মী ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন। তাঁদের করা পৃথক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন।

পৃথক মামলায় ঠাকুরগাঁও, ফরিদপুর, সাতক্ষীরা ও ঝিনাইদহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা আজ হাইকোর্টে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে আগাম জামিনের আবেদন জানান। আদালতে নেতাকর্মীদের পক্ষে আইনজীবী মো. রুহুল কুদ্দুস শুনানি করেন। সঙ্গে ছিলেন আইনজীবী নুরে আলম সিদ্দিকী ও জুয়েল মুন্সী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপি ঘোষিত কর্মসূচি পালনকালে আওয়ামী লীগের নেতা–কর্মীদের ওপর হামলার অভিযোগে পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা বিএনপির নেতা–কর্মীদের বিরুদ্ধে ওই মামলাগুলো দায়ের করেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন আইনজীবী রুহুল কুদ্দুস। তিনি বলেছেন, ঠাকুরগাঁওয়ের ৩২ জন, ঝিনাইদহের একজন, ফরিদপুরের ২০ জন ও সাতক্ষীরার ১৫ জনসহ ৬৮ জন নেতা–কর্মীর ছয় সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। এই সময়ের পর তাঁদের সংশ্লিষ্ট দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments