
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ জাতীয় কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আ. ন. ম. খলিলুর রহমান ইব্রাহিম বলেছেন, বিএনপি একমাএ দল যে দল দেশের সংস্কার করেছে, প্রয়োজনে আবারও দেশের সংস্কার করবে । শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা দিয়েছেন। দেশের জনগনকে মুক্তিযুদ্ধে অংশগ্রহনের উৎসাহ দিয়ে ছিলেন। বিএনপি আন্দোলনের মধ্য দিয়ে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে এনেছে।
কালিয়াকৈরের ফুলবাড়িয়া হাবিল উদ্দিন সরকার কলেজ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ সব কথা বলেন।
বৃহস্পতিবার ইফতার মাহফিলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
কালিয়াকৈর উপজেলা কৃষক দলের আহবায়ক হাজী মো. হান্নানের সভাপতিত্বে
বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম মাহাবুব হোসেন, কালিয়াকৈর উপজেলা কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মালেক খান, বোয়ালী ইউনিয়ন কৃষক দলের সভাপতি আলাল উদ্দিন সরকার। অনুষ্ঠান পরিচালনা করেন কালিয়াকৈর উপজেলা কৃষক দলের সদস্য সচিব এড আজিজুল হক। ইফতার ও দোয়া মাহফিলের বিএনপি ও অঙ্গসংগঠনের স্হানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।