অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেন,বিএনপি মানুষের পাশে থেকে রাজনীতি করে। বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। আওয়ামীলীগ সরকার গত ১৫ বছর বিএনপি নেতা কর্মীদের উপর হামলা-মামলা দিয়ে অবর্ননীয় নির্যাতন করেছে। আওয়ামীলীগ নেতা কর্মীরা এত দিন হিংসার রাজনীতি করেছে । অন্যায়ভাবে বিএনপির নেতা কর্মীদের গ্রেফতার করেছে, বিনাদোষে বিএনপির কর্মীরা কারাভোগ করেছেন ।বিএনপি মানুষের পাশে থেকে রাজনীতি করে ।জনগণের জন্য রাজনীতি করা কি অপরাধ। আমার কাছে মানুষে মানুষে কোন ভেদাভেদ নেই । সকল শ্রেনী - পেশার মানুষের সাথে মিলে মিশে রাজনীতি করতে চাই। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজ করি ।
তিনি আরও বলেন, অন্যায়কারী যে দলের হোক কোন ভাবেই ছাড পাবে না। বিএনপির নেতা কর্মীদের আচরনে কোন মানুষ যেন কষ্ট না পায়। আওয়ামীলীগের ষড়যন্ত্র এখনো শেষ হয় নাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, সকল মানুষকে নিয়ে শান্তিপূর্ণ সহ অবস্হানে থাকতে হবে।
বৃহস্পতিবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চা বাগান বাজারে বোয়ালী ইউনিয়ন বিএনপি কার্যালয় উদ্বোধন করার সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
বোয়ালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলী আজমের সভাপতিত্বে বিএনপি কার্যালয় উদ্বোধন করেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল।
বোয়ালী ইউনিয়ন বিএনপি যুগ্ম সম্পাদক আতাউর রহমানের উপস্থাপনায় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়কৈর উপজেলা বিএনপি সহ-সভাপতি বিধান চন্দ্র বর্মন, উপজেলা সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ, উপজেলা সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সুরুজ মিয়া, সাধারন সম্পাদক গাজীপুর জেলা ছাত্রদল মোঃ জাফর ইকবাল জনি, বিএনপি নেতা মোঃ বাহার উদ্দিন মেম্বার, বিএনপি নেতা মোঃ আমজাদ হোসেন, মোঃ সোহরাব হোসেন প্রমূখ । উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি, যুবদল,ছাত্রদল ও বিভিন্ন অংগসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।