
অপু হাসান। লালমোহন(ভোলা)নিজস্ব প্রতিনিধি
ভোলার লালমোহনে বিএসআরএমের রড ক্রয় করে লালমোহন উপজেলা পর্যায়ের সকল কাষ্টমার ও রিটেলার কে নিয়ে মিটিং এ লাকি কুপন, বিএসআরএম কাষ্টমার ও রিটেলার মিটিং এ প্রথম পুরস্কার পেলেন সাংবাদিক জাহিদ দুলাল
মঙ্গলবার সকালে লালমোহন দক্ষিণ বাজারে অবস্থিত সুমন এন্ড ব্রাদার্স’র দোকান থেকে প্রথম পুরস্কার তুলে দেন নুরে আলম তানীন।
এসময় উপস্থিত ছিলেন, বিএসআরএম’র মার্কেটিং অফিসার মো. রুহুল আমিন, সাংবাদিক অপু হাসানসহ আরও অনেকে।