
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদার ছোটবলদিয়া সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি কৃষক নিহত হয়েছেন। বিএসএফ লাশটি টেনেহিঁচড়ে ভারতের সীমানায় নিয়ে যায়। রিপোর্ট লেখা পর্যন্ত কৃষকের লাশ ফেরত পাওয়া যায়নি।
রোববার (৯ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে। সীমান্তে উত্তেজনা বিরাজ করছে ও উভয় সীমান্তে টহল জোরদার করা হয়েছে। পুলিশ ও নিহতের মা সাংবাদিকদের বলেন, শনিবার রাত ৯টার দিকে আমার ছেলেসহ গ্রামের ২/৩ জন গ্রামের দোকানে যায়। পরদিন সকালে লোকমুখে জানতে পারি, বিএসএফের গুলিতে ছেলে মারা গেছে। ঐদিন সকাল ৯টার দিকে স্থানীয় ক্যাম্পের বিজিবি নিহত ব্যক্তির ছবি মোবাইলে দেখালে নিশ্চিন্ত হই যে, আমার ছেলে মুনতাজ আলি (৪০) মারা গেছে।
দর্শনা থানার ওসি এএইচএম লুৎফুল কবির জানান, ভোর ৪টায় দর্শনা থানার ছোটবলদিয়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মুনতাজ আলি সীমান্তের ৮৩ নম্বর মেন পিলারের কাছে বিএসএফের গুলিতে নিহত হয়েছেন। লাশ ৫৪ বিএসএফ বিষ্ণুপুর ক্যাম্পের সৈনিকেরা নিয়ে গেছেন।
চৃুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়ন পরিচালক লে. কর্নেল শাহ ইশতিয়াক পিএসসি বলেন, ঘটনাটি আমরা শুনেছি। বাংলাদেশি এক কৃষক নিখোঁজ রয়েছেন।