বাড়িঅন্যান্যবিকাশে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার করলো জগন্নাথপুর পুলিশ

বিকাশে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার করলো জগন্নাথপুর পুলিশ

সুনামগঞ্জের জগন্নাথপুর সরকারি ডিগ্রী কলেজের এক ছাত্রীর কাছ থেকে বিকাশের মাধ্যমে প্রতারনা করে ২৫ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেয় একটি প্রতারক চক্র। হাতিয়ে নেওয়া ওই টাকা উদ্ধার করে আজ সোমবার প্রতারণার শিকার ওই ছাত্রীর হাতে টাকাগুলি বুঝিয়ে দিয়েছেন জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।

জগন্নাথপুর থানার সাবইন্সপেক্টর শহিদুল ইসলাম বলেন, গত ২০ সেপ্টেম্বর উপবৃত্তির টাকা দেওয়া হবে বলে বিকাশের মাধ্যমে ২৫ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেন এক কলেজ শিক্ষার্থী। পরে অভিযোগের প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির মাধ্যমে ঝালকাঠি থানা পুলিশের সহযোগিতায় এক প্রতারককে আটক করা হয়। পরে অভিযোগকারী ওই শিক্ষার্থী মামলা না করায় বিকাশে হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার করে ঝালকাঠি থানায় ওই প্রতারককে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments