বাড়িবাংলাদেশেবিজিবির অভিযানে সিলেট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আটক

বিজিবির অভিযানে সিলেট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আটক

আব্দুস শুক্কুর, গোয়াইনঘাট (সিলেট)::

বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানের মালামাল উদ্ধার করা হয়েছে।

বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (৭ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেটের পান্তুমাই, তামাবিল ও সংগ্রাম সীমান্ত এবং বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল হতে ভারতীয় চিনি ৪০৭০ কেজি, লেহেঙ্গা ১৩ পিস, শাড়ী ৭ পিস, বিভিন্ন প্রকার চকলেট ৬৬৫৪ পিস, অলিভ ওয়েল ৮৮ বোতল, বাটার ১৬৪ পট, গরু ৮টি, মোটর সাইকেল ১টি, বাংলাদেশি রসুন ৪২৬০ কেজি, শিং মাছ ১৩৫ কেজিসহ অন্যান্য মালামাল আটক করে।

যার আনুমানিক সিজার মূল্য ৪৮ লক্ষ ৬০ হাজার ১শত ৮০ টাকা।

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি।

তিনি বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করা হয়েছে। আটক করা চোরাচালানের পণ্যসমূহ স্থানীয় কাস্টমসে জমা দেওয়া হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments