বাড়িরংপুর বিভাগনীলফামারী জেলাবিদেশেও আলো ছড়াচ্ছেন সৈয়দপুরের সন্তান আশিকুল ইসলাম।

বিদেশেও আলো ছড়াচ্ছেন সৈয়দপুরের সন্তান আশিকুল ইসলাম।

মো:ফায়সাল (সৈয়দপুর, নীলফামারী)শিহ্মানবীস প্রতিনিধি। 

ভিভো মোবাইল হচ্ছে একটি চীনের বহুজাতিক প্রযুক্তি সংস্থা যা স্মার্টফোন উৎপাদন, উন্নয়ন, ও সফটওয়ার, যন্ত্রপাতি এবং অনলাইন পরিষেবা প্রদান করে। এটি ২০০৯ সালে বিবিকে ইলেক্ট্রনিকসের সাব-ব্রান্ড হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছিল। ব্রান্ডটি, ব্যবহারকারীদের হাই-ফাই চিপের দ্বারা উচ্চমানেরর অডিওর অভিজ্ঞতা প্রদানের উপর ধ্যান কেন্দ্রিত করে। পরে সংস্থাটি ভিভো অ্যাপপ স্টোর, আইম্যানেজার সহ ফানটাচ ওএস নামক একটি অ্যান্ড্রয়ড অপারেটিং সিস্টেমের উদ্ভাবন করে।

২০১২ সালে ভিভো এক্স১ মডেলের স্মার্টফোন বাজারে আনে, সেসময় এটি বিশ্বের পাতলাতম স্মার্টফোন ছিল। এক্স১ ভিভোর প্রথম এমন ফোন ছিল যাতে হাই-ফাই চিপ ব্যবহার করা যেত। এক্স১ ফোনটি আমেরিকার আধঠিকাদার সংস্থা সাইরাস লজিক দ্বারা উন্নতি করা হয়েছিল। ভিভো ২০১৩ সালে পৃথিবীর প্রথম ২কে-রেজোলিউশনের স্ক্রিনওয়ালা ফোন এক্সপ্লে৩এস বাজারে আনে।

২০১৫ সালে সংস্থাটি পৃথিবীর ১০ বৃহৎ মোবাইল উৎপাদকে পরিণত হয় এবং বাজার শেয়ার ২.৭ শতাংশে দাঁড়ায়।

সম্প্রতি ভিভো মোবাইল কোম্পানি সারা বিশ্বের টপ সেলারদের নিয়ে চীনের সেনজেনসিটি হোটেল এনথেয়ায় একটি অনূষ্ঠানের আয়োজন করেন । ১৫ টি দেশের বিভিন্ন টপ সেলারদের নিয়ে অনূষ্ঠিত এ প্রোগ্রোমে সাউথ এশিয়া বিভিন্ন দেশ থেকে প্রায় ৩০০ জনকে আমন্ত্রন করা হয় এবং বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এই অ্যাওয়ার্ড প্রোগ্রোমে বাংলাদেশ থেকে ৪ জন কে আমন্ত্রন করা হয় ।

বাংলাদেশের চারজন কৃতি সন্তানের মধ্যে সৈয়দপুর প্লাজা ব্যাবসায়ী রওশন টেলিকম এর পরিচালক মোঃ আশিকুল ইসলাম উত্তরবঙ্গের হয়ে প্রতিনিধিত্ব করেন এবং দেশের জন্য সম্মান বয়ে আনেন ।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments