বিনা মূল্যে চক্ষু সেবা

মোঃজিয়ান,মোহনগঞ্জ( নেত্রকোনা) নিজস্ব প্রতিনিধি

মানব সেবাই পরম ধর্ম, এই উক্তিকে সামনে রেখে ২৬/০৯/২০২৪ ইং তারিখে Good people international and Koica এর সহযোগিতায় ডাঃ কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল,  ময়মনসিংহ পরিচালিত প্রাথমিক চক্ষু চিকিৎসা ও পরিচর্যা কেন্দ্রের উদ্যোগে  ১ নং বড়কাশিয়া বিরামপুরের ইউনিয়নের ৯ নং ওয়ার্ড পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সারা দিন ব্যাপি বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়। সেবা প্রদান করেন মোহনগঞ্জ বিএনএসবি চক্ষু হাসপাতালে ইনচার্জ আবু সাইদ মোঃ তামিম ও সহকারি ইনচার্জ মোঃ সুমন এবং সার্বিক সহযোগিতা কাজ করেন এমদাদুল হক সহ আমি নিজে (মোঃ জিয়ান) । ক্যাম্পেইনের সেবা সমূহ – বিনা মূল্যে ঔষুধ ও চশমা সহ মাত্র ৮০০/= টাকার বিনিময়ে ছানি অপারেশনের রুগী গুলোকে ভর্তি করা হয় এবং জটিল রুগী গুলোকে বেইজ হাসপাতালে রেফার্ড করা হয় ও দুস্থ রুগীদের একেবারে বিনামূল্যে অপারেশনের ব্যাবস্থা করা হয়।

৫০ জন নারী-পুরুষের মধ্যে চশমা প্রধান করা হয় এবং ৬০ নারী-পুরষের মধ্যে ঔষুধ প্রধান করা হয় এবং ২০ জনের বেশি ছানি রুগী ভর্তি করা হয়।

ক্যাম্পেইন চলা কালিন অনেক রুগীর সাথে কথা বলে জানা যায় তারা বিনামূল্যে চক্ষু সেবা পেয়ে তারা অনেক উপকৃত। এবং তাদের সাথে কথা বললে দাবি জানান কয়েক মাস পর পর এই ভাবে চক্ষু সেবা প্রদানের জন্য।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments