রাশেদ নিজাম শাহ।।কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি
প্রাথমিক শিক্ষা পদকের জন্য রংপুর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত হয়েছেন সহকারি শিক্ষক শাহনেওয়াজ শাহ্। জাতীয় পর্যায়ে এ পদকের শ্রেষ্ঠত্ব অর্জনে হাতছানি দিচ্ছে এ সহকারি শিক্ষককে।
শাহনেওয়াজ শাহ্ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্ৰাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। তিনি প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ এ উপজেলা পর্যায়ে আবেদন করে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত হন। পরে জেলা পর্যায়েও এ শিক্ষক শ্রেষ্ঠ সরকারি শিক্ষক নির্বাচিত হয়ে বিভাগীয় পর্যায়েও শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত হন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রংপুর বিভাগীয় উপপরিচালকের কার্যালয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ প্রদান উপলক্ষে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকারী শ্রেষ্ঠ শিক্ষক/শিক্ষিকা, বিদ্যালয়, ব্যক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারীর তালিকা প্রকাশ করেছে। সে তালিকা সূত্রে এ তথ্য জানা গেছে। ওই তালিকায় শ্রেষ্ঠ সহকারি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন গাড়াগ্ৰাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ সহকারি শিক্ষক শাহনেওয়াজ শাহ্।
এখন শুধু জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত হতে পারলেই প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ এর দেশ সেরা সহকারি শিক্ষকের শ্রেষ্ঠত্ব অর্জন করবে এ শিক্ষক। তাই জাতীয় পর্যায়ে এ পদকের শ্রেষ্ঠত্ব অর্জনে হাতছানি দিচ্ছে এ সহকারি শিক্ষককে।
বিভাগীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ সহকারি শিক্ষক শাহনেওয়াজ শাহ্ বলেন- শ্রেষ্ঠত্বের লড়াইয়ে চেষ্টা করব দেশ সেরা সহকারি শিক্ষক নির্বাচিত হতে। প্রত্যাশা ও আত্মবিশ্বাস রয়েছে শ্রেষ্ঠত্ব অর্জনে। এজন্য কিশোরগঞ্জবাসীসহ সকলের দোয়া কামনা করেছেন এ শিক্ষক।
উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক বলেন- এটি কিশোরগঞ্জ উপজেলাবাসীর জন্য আনন্দ ও সুখবর। জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত হলে সেটি কিশোরগঞ্জবাসীর জন্য আরও গর্ব বয়ে আনবে বলে আমার প্রত্যাশা।