বাড়িময়মনসিংহ বিভাগনেত্রকোণা জেলাবিভাগের শ্রেষ্ঠ শ্যামা পূজার আয়োজন মোহনগঞ্জে শুরু আজ।

বিভাগের শ্রেষ্ঠ শ্যামা পূজার আয়োজন মোহনগঞ্জে শুরু আজ।

মোঃ জিয়ান,মোহনগঞ্জ, নেত্রকোনা নিজস্ব প্রতিনিধি। 

 বিভাগের বৃহৎ আকারে অনুষ্ঠিত শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা নেত্রকোনার মোহনগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে বৃহস্প্রতিবার শুভ দিপাবলির মাধ্যমে পূজা শুরু করবেন পূজার্থীরা।

দীরদীর্ঘ কাল থেকেই নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় শ্যামা মায়ের পূজা বিশাল আকারে জমজমাট পূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে থাকে পূজা উপলক্ষে নেত্রকোনা, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, শেরপুর, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে হিন্দু মুসলিম খ্রিস্টান সহ ধর্ম বর্ণ নির্বিশেষে প্রায় লক্ষাধিক লোকের জমায়েত ঘটে।পূজা দেখতে বিকাল থেকে সারারাত ভিড় জমান দর্শনার্থীরা। পূজার উৎসব দেখতে এ উপলক্ষে মোহনগঞ্জে ২৮ টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। পূজা উপলক্ষে তিনদিন ব্যাপি মেলার আয়োজন করে থাকে পূজা কমেটি।প্রতিটি পূজা মন্ডপে দৃষ্টিনন্দন মন্ডব আলোকসজ্জায় কয়েকলক্ষ টাকা ব্যায় হয়।

পূজা উৎযাপন কমিটির সম্পাদক মন্ডলি সদস্য বিকাশ চন্দ্র দাশ জানান দীর্ঘকাল থেকেই শ্যামা মায়ের পূজা বৃহৎ আকারে করে থাকে বিভিন্ন পূজা সংঘ যার মধ্যে উল্লেখযোগ্য নবজাগরণ সংঘ,মিলন সংঘ, মাতৃ সংঘ,ত্রিনয়নী সংঘ তিনি আরো জানান প্রায় অর্ধশত বছর আগে উপজেলার লোহিয়ার মাঠে প্রথম বৃহৎ আকারে অনুষ্ঠিত হয় এই পূজা পরবর্তীতে

এটি উপজেলায় একাধিক সংঘের উদ্যোগে প্রতিযোগিতা মূলক ভাবে বৃহৎ আকার ধারন করতে থাকে যা বর্তমানে ময়মনসিংহ বিভাগের সবচেয়ে বড় ও আকর্ষনীয় হয়ে উঠেছে।

এই ব্যাপারে মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান মোহনগঞ্জে ঐতিহাসিক শ্যামা পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে মাননীয় উপদেষ্টা মহুদয়ের নির্দেশে ও নেত্রকোনা পুলিশ সুপারের পরামর্শ ক্রমে মোহনগঞ্জ থানা পুলিশ সার্ভিক নিরাপত্তা রক্ষায় কাজ করে যাচ্ছে।প্রত্যেকটি পূজায় পুলিশ এবং আনসার সদস্য মুতায়ন থাকবে। পূজা চলাকালীন সময়ে তিনদিন মোহনগঞ্জ পৌর শহরে বহিরাগত কোনো মটরযান ডুকতে দেওয়া হবে নাহ।

পূজার শৃঙ্খলা রক্ষায় মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা কবির পূজা উৎযাপন পরিশদে নেত্রীবৃন্দ ও সংশ্লীষ্ঠ সকলের সাথে মতবিনিময় করেছেন। তিনদিন পর পূজা সম্পন্ন শেষে তিনদিন পর রবিবার বিশর্জনের মধ্য দিয়ে পূজার কার্যক্রম ও অন্যান্য উৎসব সমাপ্ত হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments