বাড়িসিলেট বিভাগসিলেট জেলাবিয়ানীবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে মালবাহী ট্রাকের ধাক্কা।

বিয়ানীবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে মালবাহী ট্রাকের ধাক্কা।

বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি।

বিয়ানীবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে মুখোমুখি ধাক্কা লেগে মালবাহী ট্রাকের সানের অংশটি দুমড়েমুচড়ে গেছে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার সকাল ৮টায় বিয়ানীবাজার-চন্দরপুর সড়কের পৌরসভা অংশের লাসাইতলা-নবাং এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, বালু বহনকারী ট্রাকটি মাথিউরা বাজার যাবার উদ্দেশ্যে জৈন্তা থেকে আসছিল। কিন্তু বিয়ানীবাজার-চন্দরপুর সড়কের লাসাইতলা-নবাং এলাকায় আসার পর ট্রাক চালকের তন্দ্রাঘোর চলে আসে এবং একইসঙ্গে ট্রাকের স্টিয়ারিং লক হওয়ায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লাগে। এতে ট্রাকের সামনের অংশটুকু পুরোপুরি দুমড়েমুচড়ে গেছে।

এদিকে, এ প্রতিবেদন লিখা পর্যন্ত ট্রাকটির চালক-শ্রমিকসহ স্থানীয়রা ট্রাকটি উদ্ধারে কাজ করছেন বলে জানা গেছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments