
সহিদুর রহমান বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি।
সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থী এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে বিয়ানীবাজারে ছাত্রলীগের দুটি ইউনিটের কমিটি বাতিল করা হয়েছে। বিলুপ্ত হওয়া দুটি ইউনিট হচ্ছে বিয়ানীবাজার উপজেলা ও পৌর শাখা।
শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ইনান ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি সোস্যাল মিডিয়ার বরাতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের শৃংখলা ও মর্যাদা পরিপন্থি এবং অপরাধমুলক কর্মকান্ডে লিপ্ত হওয়ার অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগ বিয়ানীবাজার উপজেলা ও পৌর শাখা বিলুপ্ত ঘোষণা করা হলো।