
সহিদুর রহমান,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি।
পবিত্র রমজান ও ঈদকে সামনে রেখে সিলেটের বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকে একটি অনুকরণীয় মানবিক উদ্যোগ নিয়েছে। ‘লোক দেখানো ইফতার পার্টি বর্জন করে নিরবে অসহায়দের পাশে থাকুন‘ শিরোনামে সংগঠনটি বিয়ানীবাজার উপজেলার পৌরসভা ও ১০টি ইউনিয়নের অসহায় ও দুস্থ মানুষদের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করে। প্রতিটি ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যান ও পৌরসভার প্যানেল মেয়রের হাতে এই নগদ অর্থ হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার (৪ এপ্রিল ) পৌরশহরের একটি হলরুমে বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান ফোরামের সভাপতি চেয়ারম্যান আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চেয়ারম্যান মোহাম্মদ আমান উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা আয়েশা আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জামাল হোসেন, চেয়ারম্যান আহবাবুর রহমান শিশু, চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরী, চেয়ারম্যান জালাল উদ্দিন, চেয়ারম্যান জহুর উদ্দিন, চেয়ারম্যান তুতিউর রহমান তুতা, চেয়ারম্যান মাহবুবুর রহমান, চেয়ারম্যান ফরিদ আহমদ ও চেয়ারম্যান দেলোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনিরুল হক খান, কৃষি কর্মকর্তা লোকমান হেকিম, প্রাণী সম্পন্ন কর্মকর্তা ডা. একেএম মোক্তাদির বিল্লাহ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ লুৎফুর রহমান, পুলিশ পরিদর্শক (অপারেশন) সুজন কর্মকার, তথ্য সেবা কর্মকর্তা শিউলি বেগম বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল, বিয়ানীবাজার প্রেস ক্লাব সভাপতি সুয়াইবুর রহমান স্বপন ও সাধারণ সম্পাদক তোফায়েল আহমদসহ আরো অনেকে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে- বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে বাংলাদেশে দুঃস্থ ও অসহায় মানুষের পাশে থাকার উদ্দেশ্যে প্রতি বছরের মতো নির্ধারিত ‘ইফতার পার্টি ‘ না করে সমিতির সকল সদস্যদের নিকট থেকে সংগৃহিত টাকা নিজ অঞ্চলের প্রতিটি ইউনিয়নের মানুষদের প্রদানের সিদ্ধান্ত গ্রহন করে। যা আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার হস্তান্তর করা হয়েছে।
বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকের নেতৃবৃন্দ জানিয়েছেন, বিভিন্ন ইফতার পার্টিতে ধর্মীয় অনুশাসন না মেনে অতিরিক্ত অপচয় ও খাবারের ছবি সামাজিক যোগাযোগে প্রচার করার চর্চা দিন দিন বাড়ছে। যা প্রকৃতপক্ষে ধর্মীয় ও মানবিক দৃষ্টিতে কোনভাবে গ্রহণ যোগ্য নয়।
এ রকম অমানবিক চর্চার বিরুদ্ধে সম্মিলিতভাবে সামাজিক ক্যাম্পেইন সকলের সচেতনতা বৃদ্ধির জন্য মূলত এই উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি সমাজে একটি আলোকিত বার্তা পৌছে দেয়ার লক্ষ্যে নির্বাচিত জনপ্রতিনিধি, সংবাদিক ও সামাজিক -মানবিক কাজে সম্পৃক্ত সংগঠকদের সম্পৃক্ত করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার বলেন, দূর প্রবাসে থেকেও নিজ এলাকার হতদরিদ্র মানুষের জন্য সহায়তায় এগিয়ে আসায় প্রবাসীদের ধন্যবাদ। তাদের এ উদ্যোগ আমাদের আরো দায়িত্ব করে এবং আমার দায়িত্বের ভার অনেকটা হালকা হয়। গত কয়েকদিন পূর্বে ঝড় ও শিলা বৃষ্টিতে দরিদ্র মানুষ খুবই সমস্যায় পড়েছেন। উপজেলা প্রশাসন স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়িয়েছে। আশাকরি সকল প্রবাসী ও বৃত্তবানরা দরিদ্র মানুষের পাশে দাড়াবেন।