
মো:ফেরদৌস ওয়াহিদ সবুজ, বীরগঞ্জ(দিনাজপুর)নিজস্ব প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে দুর্লভপুর গ্রামে ২৭ মার্চ’২৫ দিবাগত রাতে প্রথমে মেয়েকে এবং পরে নিজে বিশাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে মর্রমান্তিকভাবে আত্মহত্যা করেছে মা ববিতারানী (৩০) ও শিশুকন্যা তনি রায় (৭).
পুলিশ এবং এলাকাবাসীর তথ্য মতে জানা যায় ববিতার স্বামী রতন রায় বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে জুয়া, মোবাইল গেম ক্যাসিনো খেলার কারনে স্বামী-স্ত্রী কলহ লেগেই থাকত, এক পর্যায় অভিমান করে ববিতা রানী তার একমাত্র শিশু কন্যা তনিকে বিশাক্ত গ্যাস ট্যাবলেট খাইয়ে দেয় এবং পরে নিজেও গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে।
জানতে পেরে পরিবারের লোকজন মা-মেয়েকে স্থানীয় বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তনি মারা যায়, অবস্থার অবনতি হওয়ায় ববিতা রানীকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে তারও মৃত্যু ঘটে।
অপর দিকে একই সময়ে শতগ্রাম ইউনিয়নের ফকিরপাড়ার দুলাল হোসেনের (ভারসাম্যহীন) পাগল ছেলে জসি (৩০) ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।
ঘটনা সমুহ নিশ্চিত করেছেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর।
তিনি নিজেই সঙ্গীও ফোর্স নিয়ে ঘটনা স্থল পরিদর্শন, লাশ উদ্ধার, সুরতহাল রেকর্ড, অপমৃত্যুর মামলা রুজু এবং লাশগুলো ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছেন।