বাড়িসিলেট বিভাগসিলেট জেলাবিশ্বনাথে মিয়ারবাজারের এমপিএল ফুটবল ৪ আসরের চ্যাম্পিয়ন ইয়াং বয়েজ লহরী

বিশ্বনাথে মিয়ারবাজারের এমপিএল ফুটবল ৪ আসরের চ্যাম্পিয়ন ইয়াং বয়েজ লহরী

মাজহারুল ইসলাম সাব্বির,বিশ্বনাথ (সিলেট)নিজস্ব প্রতিনিধি::

সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের মিয়ার বাজার ক্রিড়া সংস্থা আয়োজিত ‘মিয়ার বাজার প্রিমিয়ার লীগ ফুটবল সিজন-৪ এর ফাইনাল খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জমকালো আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) প্রথমে ফাইনাল খেলার উদ্বোধন ও বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

ফাইনাল ম্যাচে সাথী স্পোর্টিং ক্লাব কাশিমপুর ও ইয়াং বয়েজ লহরী একে অপরের মোকাবেলা করে। ট্রাইব্রেকারে সাথী স্পোর্টিং ক্লাব কাশিমপুরকে ৪-৩ গোলের ব্যবধানে হারিয়ে ‘মিয়ার বাজার প্রিমিয়ার লীগ ফুটবল সিজন-৪ এর চ্যাম্পিয়ন হয়েছে ইয়াং বয়জ লহরী 

খেলায় ম্যান অব দ্য ম্যাচ হন ইয়াং বয়েজ লহরী এর রাহিম, ম্যান অব দ্য টুর্ণামেন্ট হন ইয়াং বয়েজ লহরী এর রায়হান, লীগ সেরা উদীয়মান খেলোয়াড় বিবেচিত হন ইয়াং বয়েজ লহরী এর হাসান, সেরা গোল রক্ষক বিবেচিত হন রেড রোজ যুব সংঘ এর জাহির এবং সর্বোচ্চ গোলদাতা বিবেচিত হন ইয়াং বয়েজ লহরী এর শাকিল।
মিয়ার বাজার ক্রিড়া সংস্থার সভাপতি বেদার উদ্দিন চৌধুরী জন্টির সভাপতিত্বে মিয়ার বাজার ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রুনু ও বিশ্বনাথ উপজেলা ধারাভাষ্য ও উপস্থাপক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরকুম আলীর যৌথ সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান। তিনি তাঁর বক্তব্যে মিয়ার বাজার ক্রিড়া সংস্থা আয়োজিত মিয়ার বাজার প্রিমিয়ার লীগ ফুটবল সিজন-৪ আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং এমন আয়োজন অব্যাহত রাখতে নিজের পক্ষ থেকে সবধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এর আগে ফাইনাল খেলার উদ্বোধন করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনামুল হক চৌধুরী।
অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ,মিয়ার বাজার ক্রিড়া সংস্থার উপদেষ্টা আব্দুল মানিক, মিরপুর ইউনিয়ন পরিষদের সদস্য হাফিজুর রহমান খালেদ,সাবেক সিলেট জেলা দলের ফুটবলার মখন মিয়া,সাবেক সুনামগঞ্জ জেলা দলের ফুটবলার সেলিম আহমদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিয়ার বাজার ক্রিড়া সংস্থার উপদেষ্টা মজম্মিল আলী,আব্দুল মানিক,শামসুল ইসলাম সমুজ,হাজী সুজা উদ্দিন ধলু,আব্দুল আহাদ জুনুর,বখতিয়ার আলী,সুন্দর আলী, মিরপুর ইউনিয়ন পরিষদের সদস্য খলিলুর রহমান, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য মাজহারুল ইসলাম সাব্বিরসহ প্রমুখ।
লটারির মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা মালিক হন‌ চান্দভরাং গ্রামের আল-আমিন।,
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments