অপু হাসান। লালমোহন (ভোলা) নিজস্ব প্রতিনিধি:
‘শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গিকার’ এই প্রতিপাদ্যে ভোলার লালমোহন উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে দিবসটি উপলক্ষ্যে ২৫জন শিক্ষককে সম্মাননা স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়েছে। সম্মাননাপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে রয়েছেন- প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক, মাদরাসা ও কলেজের অবসরপ্রাপ্ত সুপার এবং অধ্যক্ষগণ।
এরআগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত। এই উন্নত ও মেধাবি জাতি গঠনে সবচেয়ে বেশি অবদান শিক্ষকদের। এছাড়াও মেধাবি এবং সুশিক্ষিত জাতি গঠনের মাধ্যমে শিক্ষকরাই উন্নত ও সমৃদ্ধ দেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলেও মন্তব্য করেন বক্তারা।
অনুষ্ঠিত আলোচনা সভায় লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, একাডেমিক সুপারভাইজার মদন মোহন মন্ডলসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক, সুপার এবং অধ্যক্ষগণ উপস্থিত ছিলেন