বাড়িবাংলাদেশেবিয়ানীবাজারে প্রথমবারের মতো আন্তর্জাতিক কবিতা উৎসব অনুষ্ঠিত

বিয়ানীবাজারে প্রথমবারের মতো আন্তর্জাতিক কবিতা উৎসব অনুষ্ঠিত

সহিদুর রহমান বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি

সিলেটের বিয়ানীবাজারে প্রথমবারের মতো আন্তর্জাতিক কবিতা উৎসবের আয়োজন করা হয়েছে। শনিবার দিনব্যাপী বিয়ানীবাজার উপজেলা মিলনায়তনে জুঁই প্রকাশের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জুঁই প্রকাশের কর্ণধার কবি আজিজ ইবনে গণির সার্বিক তত্ত্বাবধানে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। শিক্ষক ও কলামিস্ট আতাউর রহমানের সভাপতিত্বে এবং শিক্ষক ও নাট্যকার তন্ময় পাল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারত থেকে আসা কবি কমর উদ্দিন লস্কর, কবিল উদ্দিন ও কবি তৈয়বুর রহমান চৌধুরী। আরো বক্তব্য রাখেন শিক্ষাবিদ মজির উদ্দিন আনসার, কবি আবুল কালাম আজাদ, কবি ওয়ালি মাহমুদ, কবি জসিম উদ্দিন ভুঁইয়া, কবি প্রিন্সেস হেনা, কবি মহি উদ্দিন চৌধুরী, মো. নজমুল ইসলাম, মো. মিছবাহ উদ্দিন, কামরুন্নাহার চৌধুরী শেফালী, কবির আহমদ মাহমুদ, ড. মো. হাফিজুর রহমান, নজরুল ইসলাম ও নিপু মল্লিক এবং কথাসাহিত্যিক আহমদ রেজা চৌধুরী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়নুল আবেদীন, শিক্ষক৷ ললিত মোহন বিশ্বাস, আনিসুর রহমান, ঔপন্যাসিক পলাশ আফজাল, নাদিরা বেগম, সমাজকর্মী শফিউর রহমান, কবি জুবেদা ইসলাম, কবি জবরুল আলম সহ আরো অনেকে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments