প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৯:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২০, ২০২৫, ২:০১ পি.এম
বীরগঞ্জে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা

মো:ফেরদৌস ওয়াহিদ সবুজ, বীরগঞ্জ (দিনাজপুর)নিজস্ব প্রতিনিধি ||
দিনাজপুরের বীরগঞ্জে গলায় ফাঁস দিয়ে বুদারু রায় (৬০) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার ভোরে উপজেলার মরিচা ইউনিয়নের মহাদেবপুর নিতাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
বুদারু রায় ওই গ্রামের মৃত হরে কান্ত রায়ের ছেলে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ
মৃত বুদারু রায়ের স্ত্রী ললিতা রানী রায় জানান,তার স্বামী শরীরচর্চা করতে প্রত্যকদিন ভোর রাতে বাড়ি থেকে বেরিয়ে যান। বাড়িতে ফিরতে দেরি হলে তাকে অনেক খুঁজাখুঁজির পর মহাদেবপুর এলাকার বিজয়ের বাদামি গাছের ডালে গলায় লাইন রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তিনি আরও জানান, গলায় ফাঁস দিয়েছে তা বলতে পারছি না।’
খবর পেয়ে বীরগঞ্জ থানার এসআই সুমন দেবনাথসহ সঙ্গীয় পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পরিবার ও প্রতিবেশীদের ধারণা পেটে ব্যথার কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর জানান, ‘ বৃদ্ধের লাশটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’ তবে বীরগঞ্জ থানা একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত