প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১, ২০২৫, ৫:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৪, ২০২৫, ২:৫০ পি.এম
বীরগঞ্জে তিন বছরের কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অপরাধে ধর্ষক গ্রেফতার.

মো:ফেরদৌস ওয়াহিদ সবুজ , বীরগঞ্জ(দিনাজপুর)নিজস্ব প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে তিন বছরের শিশু কন্যা ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রতিবেশী ভ্যানচালক মমিনুল ইসলাম (৩৫) কে আটক করেছে পুলিশ।
মমিনুল ইসলাম উপজেলার পাল্টাপুর ইউনিয়ন ও গ্রামের সাইদুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, রোববার দুপুরে কন্যা শিশুটি প্রতিবেশী ইসলামের বাসায় যায়, এ সময় মমিনুল ইসলাম বাড়িতে একাই ছিল।
বাড়িতে অন্য কোনো লোকজন না থাকায় সে শিশুটিকে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।
পরে শিশুটি বাড়িতে এসে তার মাকে বিষয়টি খুলে বললে তাৎক্ষণিক ভাবে পরিবারের লোকজন মমিনুল কে আটকে রেখে পুলিশকে সংবাদ দেন।
পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত মমিনুল ইসলামকে গ্রেফতার এবং শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ সংক্রান্ত শিশু কন্যার মা রশিদা আক্তারের অভিযোগে ২৭(৩)২৫ নম্বর মামলা রেকর্ড এবং আসামীকে আদালতে প্রেরন করা হয়েছে।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত