
মো:ফেরদৌস ওয়াহিদ সবুজ, বীরগঞ্জ(দিনাজপুর)নিজস্ব প্রতিনিধি:
ঈদকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জ থানা পুলিশ বিভিন্ন মামলা, ওয়ারেন্ট, মাদক ও জুয়া খেলার অপরাধে গত ২১মার্চ’২০২৫ এক রাতেই ১৪ জন আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
আসামীরা হলো, মাকরাই এলাকার হাজী আব্দুল হাকিমের ছেলে আব্দুল মতিন (জুয়ারু ও জুয়া আয়োজক), রাজিব পুরের আইয়ুব আলীর ছেলে কান্চু শেখ (জুয়ারু ও জুয়ার সহকারী আয়োজক)
মৃত খতিব উদ্দিনের পুত্র হামিদুল কসাই, সুজালপুর হাটখোলা রমজান আলীর ছেলে আনিছুর রহমান, মৃত অমূল্য চন্দ্র রায়ের পুত্র বিমল চন্দ্র রায়, তোফাজ্জল হোসেনের ছেলে রাজু ইসলাম।
রাঙ্গালী পাড়ার মৃত তমিজ উদ্দিনের পুত্র এফাজ উদ্দিন, কাশিম নগরের আব্দুর রশিদের পুত্র শাহিন ইসলাম।
ভেলাপুকুর গ্রামের মৃত কাবিরুল ইসলামের ছেলে রাজু আহম্মেদ, নয়ন মিয়ার ছেলে রাকিবুল ইসলাম, ধনগাঁও গ্রামের মামুনুর রশিদের ছেলে সাকিব আল হাসান নাহিদ, চাকাইয়ের আলম হোসেনের ছেলে শামীম হোসেন, জগদল হাট পুকুরের শরিফুল ইসলামের স্ত্রী সীমা বেগম ও বীরগঞ্জ পৌরসভা সদর ওয়াছেক আলী মিয়া ডাবলু’র ছেলে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোনায়েম মিয়া কে একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুরের নেতৃত্বে পরিচালিত অভিযানের কথা স্বীকার করে থানার এসআই জাহাঙ্গীর বাদশা রনি এবং এএসআই সিরাজুল আওলাদ সুমন জানান, দিবা রাত্রি ২৪ ঘন্টা নন স্টপ সার্ভিস চলছে এবং অভিযান অব্যাহত থাকবে।