বাড়িরংপুর বিভাগদিনাজপুর জেলাবীরগঞ্জে বসতবাড়িতে মৌসুম ভিত্তিক নিরাপদ সবজি ও ফল উৎপাদন কৌশল প্রশিক্ষণ অনুষ্ঠিত

বীরগঞ্জে বসতবাড়িতে মৌসুম ভিত্তিক নিরাপদ সবজি ও ফল উৎপাদন কৌশল প্রশিক্ষণ অনুষ্ঠিত

মো:ফেরদৌস ওয়াহিদ সবুজ,বীরগঞ্জ (দিনাজপুর)নিজস্ব প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ কৃষি অফিসের আয়োজনে বসতবাড়িতে মৌসুম ভিত্তিক নিরাপদ সবজি ও ফল উৎপাদন কৌশল নিয়ে ২ দিন ব্যপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বীরগঞ্জ উপজেলা কৃষি অফিস হলরুমে ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৩ টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষনে সমাপনি অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম সভাপতিত্ব করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ হামিদুল রহমান।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা রেজাউল ইসলামের সঞ্চালনায় ২০২৪ ২০২৫ অর্থবছরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী বসতবাড়ি বছরব্যপি মৌসুম ভিত্তিক নিরাপদ সবজি ও ফল উৎপাদন কৌশল নিয়ে প্রশিক্ষনে বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অফিসার সায়মা জাহান, মোঃ হায়দার আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সঞ্জিত কুমার পাল প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন এলাকার প্রশিক্ষনার্থীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে প্রধান অতিথি প্রশিক্ষনার্থীদের মাঝে ব্যানানা ম্যাংগো আম, লেবু, মাল্টা, পেয়ারা গাছের চারা ও শাক সবজির বীজ বিতরন করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments