বাড়িরংপুর বিভাগদিনাজপুর জেলাবীরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে এবং শিশু সুরক্ষা নিশ্চিতকরণে সচেতনতামূলক নাটিকা প্রদর্শন

বীরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে এবং শিশু সুরক্ষা নিশ্চিতকরণে সচেতনতামূলক নাটিকা প্রদর্শন

মো: ফেরদৌস ওয়াহিদ সবুজ, বীরগঞ্জ(দিনাজপুর)নিজস্ব প্রতিনিধি
 শিশু সহিংসতা ও শিশু বিবাহ প্রতিরোধে দিনাজপুরের বীরগঞ্জে সচেতনতামূলক নাটিকা পরিবেশন করা হয়েছে ।  উপজেলার মোহনপুর ইউনিয়নের ইম্প্যাক্ট প্লাস শিশুদের উদ্যাগে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপির সহযোগিতায় বৃহস্পতিবার বিকেলে মোহনপুর ইউনিয়নের মাটিয়াকুড়া গ্রামে বড়হাট বকুল দল নাটিকাটি মঞ্চস্থকরেন ।
মোহনপুর ইউনিয়নের মাটিয়াকুড়া  গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপি প্রোগ্রাম অফিসার শ্যামলা শান্তি কোড়াইয়া।
এসময়  বড়হাট গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি গণেশ চন্দ্র রায়, তুলশিপুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি শফিকুল ইসলাম, চকমহাদেবপুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি রাজ্জাক ইসলাম, কাশিপুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি জিতেন চন্দ, মিরাটুঙ্গিগ্রাম উন্নয়ন কমিটির সাইফুল ইসলাম এবং জাহাঙ্গীর, কৃষ্ণনগর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আব্দুল লতিফ, মোহনপুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আব্দুল ওয়াহেদ ( মোহনপুর), নারী নেত্রী লাইলি বেগমসহ ধর্মীয় নেতা, শিক্ষার্থীবৃন্দ ও স্থানীয়না উপস্থিত ছিলেন।।
এ ব্যাপারে শ্যামলা শান্তি কোড়াইয়া বলেন, মোহনপুর ইউনিয়ের মাটিয়াকুড়া গ্রামকে ২০২৩ অর্থবছরে আমরা বাল্যবিবাহমুক্ত ঘোষনা করেছি  এবং ২০২৫ সালের মধ্যে বীরগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার সকল গ্রামকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণার লক্ষে প্রতিনিয়ত সচেতন মূলক কাজ করে যাচ্ছে।কিন্তু শুধু ঘোষনা করলেই হবে না।বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের সকলকে সচেতন হয়ে এক সাথে এক যোগে কাজ করতে হবে।আপনারা সবাই জানেন বাল্যবিবাহের কুফল সম্পর্কে।তাই অভিভাবকদের প্রতি অনুরোধ রইল আপনার সন্তানকে অল্প বয়সে বিয়ে দেবেন না। তাদেরকে স্কুলে যেতে উৎসাহ প্রদান করবেন।তিনি আরো বলেন, সামাজের মঙ্গলের জন্য বাল্য বিবাহ প্রতিরোধে কাজ করতে সকলকে একসাথে কাজ করতে হবে। তিনি বলেন আমার গ্রাম , আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments